আশুলিয়ায় লেগুনা উল্টে ড্রেনে পড়ে নিহত ২

আশুলিয়ায় একটি যাত্রীবাহী লেগুনা সড়কের পাশের ড্রেনে উল্টে পড়ে বদরুল আলম ও হৃদয় মিয়া নামে দুই যাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও দুজন। তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার জামগড়ায় এই দুর্ঘটনা ঘটে।
আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) কামাল হোসেন এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বিকালে টানা বৃষ্টিতে সড়কটির বিভিন্নস্থানে পানি জমে যায়। এ সময় আট থেকে ১০ জন যাত্রী নিয়ে লেগুনাটি বাইপাইলের দিকে যাবার পথে জামগড়া এলাকায় পৌঁছালে সড়কের পাশের একটি ড্রেনে উল্টে পড়ে যায়। এতে আহত হন অন্তত চার যাত্রী। পরে তাদের দ্রুত নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন।
আহত অপর দুইজনকে ভর্তি করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তবে তারা দুজন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।