দম্পতির মরদেহ উদ্ধার, চিরকুটে একসঙ্গে দাফনের অনুরোধ
রাজধানীর ওয়ারীতে নিজ বাসা থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৯ এপ্রিল) দিনগত রাতে হেয়ার স্ট্রিট রোডের পঞ্চম তলার একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
নিহত দম্পতি হলেন মোহাম্মদ মুঈদ (৩৫) ও তার স্ত্রী আইরিন আক্তার (৩২)।
বার্তা সংস্থা ইউএনবিকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির ওয়ারি জোনের ডেপুটি কমিশনার (ডিসি) হারুন অর রশীদ। তিনি বলেন, ‘দুদিন ধরে বাসার দরজা না খোলায় সেখানকার লোকজন আমাদের জানালে আমরা গিয়ে গতকাল রাতে মরদেহ দুটি উদ্ধার করি।’
ডেপুটি কমিশনার হারুন অর রশীদ আরও বলেন, ‘মৃত্যুর আগে একটা চিরকুট লিখে যান তারা। তবে আমরা হাতের লেখা দেখে প্রাথমিকভাবে ধারণা করছি, সেটা স্ত্রীর লেখা। কারণ, স্বামী আগে মারা যান। তার শরীরে পচন শুরু হলেও স্ত্রীর বডি ফ্রেশ।’
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘চিরকুট থেকে জানা যায়, মুঈদ অনেকদিন ধরে ক্যানসারে ভোগ ছিলেন। প্রায় চার বছর তিনি বাসা থেকে বের হননি। এটি আত্মহত্যা কি না; বোঝা যাচ্ছে না। যেহেতু মুঈদ অসুস্থ ছিলেন এবং আগে মারা গেছেন।’
পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদ জানান, ‘দুজনের পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। কারণ, তাদের বিয়ে কেউ মেনে নেয়নি। চিরকুটে লেখা ছিল, মরদেহ যেন গ্রামে পাঠানো না হয় এবং একইসঙ্গে দুজনকে শায়িত করে কবর দেওয়া হয়।’
মুঈদ কুমিল্লার তিতাস উপজেলার আড়াইকান্দি গ্রামের মোহাম্মদ মুসার ছেলে এবং স্ত্রী আইরিন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াজি বাড়ির জয়নাল আবেদীনের মেয়ে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের অ্যাসিস্ট্যান্ট বাবুল আলী বলেন, ‘গতকাল রাতে স্বামী-স্ত্রীর মরদেহ দুটি নিয়ে আসে পুলিশ। তারা দুই-তিন দিন আগেই মারা গেছেন। একজনের শরীরে পচনও ধরেছে।’
স্ত্রী কীভাবে মারা গেছেন, সেটা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বলা যাবে বলে জানান ডিসি হারুন অর রশীদ।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)