কুমিল্লায় ৪ আইনজীবী কারাগারে

কুমিল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া পলাতক দুই আইনজীবীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। একই মামলায় ১৮ জন আইনজীবীকে জামিন দেওয়া হয়েছে।
গতকাল সোমবার (২১ এপ্রিল) কুমিল্লা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাহবুবুর রহমান এ আদেশ দেন।
এর আগে, সকালে উচ্চ আদালতের নির্দেশে ২২ জন আইনজীবী আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এই আইনজীবীরা হলেন—আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোস্তফিজুর লিটন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুইয়া, অ্যাডভোকেট সাইফুল ইসলাম ও অ্যাডভোকেট জাকির হোসেন।
এ মামলায় পলাতক আসামিরা হলেন—জিয়াউল হাসান চৌধুরী সোহাগ ও এ এম এম মঈন। তাদের বিরুদ্ধে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা জেলা পাবলিক প্রসিকিউটর কাইমুল হক রিংকু বলেন, জেল হাজতে প্রেরণ করা চার আইনজীবী ছাড়া আত্মসমর্পণ করা ১৮ জনকে পুলিশের তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন দেন আদালত।
পিপি কাইমুল হক আরও জানান, গত বছরের তিন আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশ লাইন এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় চলতি বছরের ১২ ফেব্রুয়ারি সাবেক এমপি বাহারসহ ২৬১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা করে কুমিল্লা নগরীর চান্দপুর এলাকার বাসিন্দা ইনজামামুল হক রানা নামের এক যুবক। এই মামলায় চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি আইনজীবীরা উচ্চ আদালত থেকে দুই মাসের আগাম জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় গতকাল সোমবার আইনজীবীরা আদালতে আত্মসমর্পণ করেন।