এনটিভি অনলাইনে প্রতারণা নিয়ে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ২

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক বাজার এলাকায় একটি আবাসিক ভবন ভাড়া দিয়ে দীর্ঘদিন ধরে বিমা কোম্পানির আড়ালে ভুয়া চাকরি প্রদানকারী প্রতিষ্ঠান গড়ে তুলে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে প্রতারণা করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র।
গত রোববার (২০ এপ্রিল) ‘বিমা কোম্পানির আড়ালে প্রতারণা, নিঃস্ব হচ্ছে হাজারো তরুণ’ এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে এনটিভি অনলাইন। ঘটনাটি পুলিশের নজরে এলে গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন গাজীপুরের কাপাশিয়া রাউতকোনা এলাকার জুয়েল মিয়া (৩১) এবং একই জেলার বাগেরহাট এলাকার তছলিম আহমেদ খান তুষার।
জানা যায়, প্রতারণার খবর পেয়ে এনটিভি অনলাইনের কালিয়াকৈর প্রতিনিধি ঘটনার সত্যতা যাচাই করে গত রোববার (২০ এপ্রিল) ‘বিমা কোম্পানির আড়ালে প্রতারণা, নিঃস্ব হচ্ছে হাজারো তরুণ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটি প্রকাশের পর নড়েচড়ে বসে কালিয়াকৈর থানা ও মৌচাক পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে মৌচাক পুলিশ ফাঁড়ির সদস্যরা ভুক্তভোগী তুষার আহমেদের অভিযোগটি আমলে নিয়ে তদন্ত শুরু করে। এরই মাঝে চাকরির নামে প্রতারণাকারী অভিযুক্তরা তাদের অফিসে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। পরে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মৌচাক এলাকায় একটি রেস্টুরেন্ট থেকে জুয়েল ও তুষারকে গ্রেপ্তার করে মৌচাক পুলিশ ফাঁড়ির সদস্যরা।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, ‘এনটিভিতে প্রতারণার সংবাদটি প্রচারের পর ভুক্তভোগী তুষার আহমেদ মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে দুই প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’