পাচারকারীরা শয়তানের মতো, এদের ধরা মুশকিল : দুদক কমিশনার

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মিঞা মোহাম্মদ আলী আকবার আজিজী বলেছেন, অর্থ পাচারকারীদের বিরুদ্ধে আমরা জেনে শুনে চুপ থাকব না। পাচারকারীকে ধরা বড় মুশকিল। পাচারকারীরা শয়তানের মতো। শয়তান শিরায় ও উপশিরায় যায়। শয়তান দেখা যায় না, কিন্তু শয়তানের কর্মকাণ্ডে মানুষ ভোগে।
আজ বুধবার (২৩ এপ্রিল) দুপুরে দুদক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিঞা মোহাম্মদ আলী আকবার আজিজী এসব কথা বলেন।
দুদক কমিশনার বলেন, যারা দেশের অর্থ হুন্ডির মাধ্যমে বিদেশে নিয়ে রেমিটেন্স হিসেবে পাঠায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে অবশ্যই তা দুদকের আওতার মধ্যে আসতে হবে। অর্থ পাচারকারীর জন্যে আমরা দুর্ভোগে ভুগছি। পাচারকারীদের যদি কোনোভাবে ধরতে পারি ইনশাআল্লাহ তাদের আমরা ছাড় দেব না।
দুদকের নজরদারি আরও জোরদার করা হয়েছে উল্লেখ করে মোহাম্মদ আলী আকবার আজিজী বলেন, আমরা বিভিন্ন জেলা থেকে দক্ষ অফিসারদের হেড কোয়ার্টারে নিয়ে আসছি। যাদের কাজের স্লো গতি দেখেছি তাদের মফস্বলে পাঠাচ্ছি। দুদকের এই প্রক্রিয়াটা চলমান থাকবে।