কক্সবাজারে জাল নোট তৈরির সরঞ্জামসহ আটক ২

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালির গর্জনতলি এলাকায় জাল নোট তৈরির একটি কারখানায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট তৈরির সরঞ্জাম ও কাঁচামালসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। তারা হলেন মো. সুলতান (৫৪) ও জাফর আলম (৩৩)।
র্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ ম ফারুক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, খুটাখালীর গর্জনতলি এলাকার একটি বাড়িতে দীর্ঘদিন ধরে গোপনে জাল নোট তৈরির কার্যক্রম চালিয়ে আসছিল একটি অসাধুচক্র। গোপন সংবাদের ভিত্তিতে এই তথ্য পেয়ে আজ (২৩ এপ্রিল) বিকেলে র্যাব-১৫ সদর ব্যাটালিয়নের একটি টিম খুটাখালী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেপ্তার করা হয় মো. সুলতান ও জাফর আলম নামের দুই জাল নোট ব্যবসায়ীকে।
গ্রেপ্তাকৃতদের মধ্যে মো. সুলতান কক্সবাজার জেলার খুটাখালী ইউনিয়নের গর্জনতলি এলাকার বাসিন্দা। জাফর আলম ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের সবুজ ছায়া এলাকার বাসিন্দা। গ্রেপ্তার মো. সুলতানের বিরুদ্ধে এর আগেও বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে।
অভিযানে উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে ১০০০ টাকার জাল নোটের মতো দেখতে কাগজের ২৭ বান্ডিল, প্রতি বান্ডিলে ১৮০টি করে কাগজ। এসব বান্ডিল সাদা কসটেপে মোড়ানো ও ‘মেড ইন জাপান’ সিলযুক্ত ১৫টি প্যাকেটে রাখা ছিল। ৫০০ টাকার জাল নোটের মতো দেখতে কাগজের ৩৩ বান্ডিল, একইভাবে প্রতিটি বান্ডিলে ১৮০টি কাগজ। এসব রাখা ছিল ৯টি সিলযুক্ত প্যাকেটে। জাল নোট তৈরির একটি সম্পূর্ণ যন্ত্র সেট। ৫০টি ল্যামিনেটিং পেপারসহ অন্যান্য সরঞ্জামাদি।
র্যাব জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।