দুই ঘণ্টা পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
প্রধানলাইনে (ওভারহেড ক্যাটেনারি) বৈদ্যুতিক সমস্যার কারণে মেট্রোরেল চলাচল প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল)এক কর্মকর্তা আজ সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজধানীবাসীর স্বস্তির এই বাহন চলাচল আজ শনিবার বিকেল ৫টার দিয়ে বন্ধ হয়ে যায়। এ সময় যাত্রীরা বেশ ভোগান্তিতে পড়েন। অনেকে দীর্ঘ সময় অপেক্ষার পর ফিরে যান। বিদ্যুৎ সমস্যার সমাধানের পর সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে মেট্রো চলাচল আবারও শুরু হয়।
বিকেল ৫টার দিকে মেট্রোরেলের প্রধানলাইনে (ওভারহেড ক্যাটেনারি) বৈদ্যুতিক সমস্যা দেখা দেয়। স্বয়ংক্রিয় সিস্টেম হওয়ায় ট্রেনগুলো স্ব-স্ব স্থানে আটকে যায়। ফলে যাত্রাপথে ভোগান্তির শিকার হন মেট্রোরেলের যাত্রীরা।
তবে মেট্রো চলাচল বন্ধ হয়ে যাওয়ায় স্টেশনে বা ট্রেনে আটকাপড়া যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত সময়ের জন্য কোনো প্রকার জরিমানা কাটা হয়নি। কয়েকজনকে নগদ টাকায়ও ফিরিয়ে দেওয়া হয়েছে।