মুরাদনগরে বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু
কুমিল্লার মুরাদনগরে জমিতে ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে দুই কৃষক মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। তাঁরা কেউ কানে শুনতে পান না বলে জানা গেছে।
আজ সোমবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় মুরাদনগর উপজেলার ৪নং পূর্বধৈইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর পূর্বপাড়া কবরস্থানের পাশে এই বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত কৃষকরা হলেন বাঙ্গরা বাজার থানাধীন কোরবানপুর গ্রামের মৃত বীরচরণ দেবনাথের ছেলে নিখিল চন্দ্র দেবনাথ ও আন্দকুট ইউনিয়নের দেওড়া গ্রামের জসিম উদ্দিন ভুইয়ার ছেলে জুয়েল ভুইয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে কৃষক নিখিল ও জুয়েল জমিতে ধান কাটতে যান। হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে ঝড়-তুফানের সঙ্গে বিকট শব্দে শুরু হয় বজ্রপাত। এ সময় বজ্রাঘাতে দুই কৃষক নিহত হন। এক সঙ্গে দুই কৃষকের মৃত্যুর ঘটনায় এলাকা শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, কৃষিকাজ করতে গিয়ে কোরবানপুর গ্রামে বজ্রাঘাতে দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাঁদের মৃতদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান বলেন, বজ্রাঘাতে নিহত দুই পরিবারকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে। আমরা আমাদের আবেদন সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দিয়েছি।

ইসহাক হাসান, কুমিল্লা (মুরাদনগর-দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া)