কুমিল্লায় বজ্রাঘাতে ৩ জনের মৃত্যু

কুমিল্লার হোমনা উপজেলায় বজ্রাঘাতে তিনজনের মৃত্যু হয়েছে। আজ রোববার (৫ অক্টোবর) বেলা পৌনে ৩টার দিকে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বজ্রাঘাতে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত তিনজন হলেন নালাদক্ষিণ গ্রামের হাজি মতি মিয়ার মেয়ে জাকিয়া ও রোকেয়া। জাকিয়া বিবাহিত ও রোকেয়া অনার্স পড়ুয়া শিক্ষার্থী ছিলেন।
নিহত যুবক খোদে দাউদপুর গ্রামের রাহিনুর ইসলামের ছেলে রাশেদ মিয়া (২২)
পুলিশ জানায়, দুপুরে এলাকায় ভারি বৃষ্টি শুরু হলে ভবানীপুর ঘাটে উজানচর-ঘাগুটিয়া খেয়া পারাপারের জন্য কয়েকজন অপেক্ষা করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ।