নাচোলে আমবাগান পরিদর্শন করলেন চীনের রাষ্ট্রদূত
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রপ্তানিযোগ্য আমের বাগান আজ সোমবার (২৮ এপ্রিল) ঘুরে দেখলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি উত্তম কৃষিচর্চার (গ্যাপ) মাধ্যমে চাষ করা আম দেখে মুগ্ধ হন। সেই সঙ্গে বাংলাদেশের এ উদ্যোগকে তিনি প্রশংসা করেন এবং এসব আম তাদের দেশে রপ্তানির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সুস্বাধু মিষ্টি আম এক্সপোর্টের মাধ্যমে আমরা আমাদের বাজারে আমদানি করতে চাই। নিরাপদ আমের উৎপাদন কার্যক্রমের ধারাবাহিকতায় আজ এই আমবাগান পরিদর্শনে এসেছি। এবছর আমরা বাংলাদেশ থেকে এক লাখ বিশ হাজার মেট্রিকটন আম চীনের বাজারে রপ্তানি করতে আগ্রহী।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি বিভাগের উপপরিচালক ড. মো. ইয়াছিন আলী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের সুস্বাদু ও সম্ভাবনাময় আম রপ্তানি বাড়ানোর লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় নানাবিধ উদ্যোগ গ্রহণ ও তা বাস্তবায়ন করে যাচ্ছে। এ লক্ষ্যে উত্তম কৃষিচর্চা (গ্যাপ) অনুসরণ করে নিরাপদ আমের উৎপাদন কার্যক্রম ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের কাছে তুলে ধরতে আমবাগান পরিদর্শনের এই আয়োজন। চীন এবছর বাংলাদেশ থেকে ১ লাখ ২০ হাজার মেট্রিক টন আম কিনতে আগ্রহ প্রকাশ করেছে।
নাচোল উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরাম বলেন, উত্তম কৃষিচর্চা (গ্যাপ) অনুসরণ করে নিরাপদ আমের উৎপাদন কার্যক্রম ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত নাচোলের কেন্দুয়াতে রফিকুলের আমবাগানটি পরিদর্শন করেছেন। তিনি আম বাগানটি পরিদর্শন করে সন্তুষ্ট হয়েছেন। চীনের রাষ্ট্রদূত নাচোলের আম কিনতে সম্মতির কথা জানিয়েছেন।
নাচোলের কেন্দুয়ায় রফিকুলের আমবাগান পরিদর্শনকালে নাচোল উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার, সহকারি কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, নাচোল থানার ওসি মনিরুল ইসলামসহ চীনের প্রতিনিধি দলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জোহরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ (নাচোল)