পল্টনের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

পল্টনে বহুতল ভবনে লাগা আগুন নেভাতে কাজ করছেন দমকল কর্মীরা। ছবি : এনটিভি
রাজধানীর পল্টনের সাব্বির টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (৩ মে) দিনগত রাত ১২ টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে রাত সাড়ে ৮ টার দিকে ভবনটির ‘টপ ফ্লোরে’ আগুন লাগে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ওয়ারহাউস কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।
আনোয়ারুল ইসলাম জানান, রাত ১২ টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এছাড়া তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এর আগে ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, আগুন লাগার ঘটনা জানানো হয়েছে আনুমানিক রাত ৮টা ২৫ মিনিটের দিকে এবং প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় রাত ৮টা ৩২ মিনিটে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।