হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় ৫৪ জন আটক

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় ৫৪ জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
গতকাল রোববার (৪ মে) রাত থেকে শুরু করে আজ সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ডক্টর নাজমুল করিম খান।
নাজমুল করিম খান জানান, সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে মোটরসাইকেলযোগে পেছন থেকে এসে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে গাড়ির গ্লাস ভেঙে যায় এবং হাসনাত আব্দুল্লাহ আহত হয়। এ ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মহানগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫৪ জনকে আটক করা হয়েছে। তারা অধিকাংশই আওয়ামী রাজনীতির সাথে জড়িত এবং বিভিন্ন সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত রয়েছে।