গুম কমিশনের সঙ্গে মানবাধিকার সংস্থার প্রতিনিধিদলের সাক্ষাৎ
 
গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা রবার্ট এফ কেনেডি (আরএফকে)-এর উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। সোমবার (১২ মে) রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে সংস্থাটির সভাপতি কেরি কেনেডির নেতৃত্বে ভাইস-প্রেসিডেন্ট (ইন্টারন্যাশনাল এডভোকেসি এন্ড লিটিগেশন) অ্যানেজলিটা বেয়েনস এবং অ্যাটর্নি স্টাফ (এশিয়া) ক্যাথরিন কুপারের সমন্বয়ে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন।
তাঁদের স্বাগত জানান গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। এ সময় তিনি কমিশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
মইনুল ইসলাম বলেন, কমিশনে এখন পর্যন্ত ১৮০০ এর বেশি অভিযোগ জমা পড়েছে এবং কমিশন সবগুলো অভিযোগ পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে।
প্রতিনিধিদলের সদস্যগণ কমিশনের কাজের প্রশংসা করেন। তাঁরা গুমের প্রতিটি ঘটনার তদন্ত, অভিযুক্তদের বিচার প্রক্রিয়া ত্বরান্বিতকরণ এবং প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সুষ্ঠু তদন্তের জন্য কমিশনের কার্যক্রম চলমান থাকা জরুরি বলে উল্লেখ করেন। এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার আশাও ব্যক্ত করেন।
ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ বৈঠকে কমিশনের সদস্য মো. নূর খান, মো. সাজ্জাদ হোসেন এবং ড. নাবিলা ইদ্রিস উপস্থিত ছিলেন।

 
                   বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
                                                  বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
               
 
 
 
