ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মাচাদো
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহে ভেনেজুয়েলার বিরোধী দলের নেতা মারিয়া কোরিনা মাচাদো ওয়াশিংটনে আসছেন। এ সময়ে মাচাদোর সঙ্গে একটি বৈঠকের পরিকল্পনা করছেন বলেও জানান তিনি।
ফক্স নিউজের হোস্ট শন হ্যানিটির সঙ্গে এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, আগামী সপ্তাহের কোনো এক সময়ে মাচাদো আসছেন এবং তাকে ‘হ্যালো’ বলার জন্য আমি উদগ্রীব হয়ে আছি। খবর বার্তা সংস্থা এএফপির।
এক সপ্তাহেরও বেশি সময় আগে মার্কিন বাহিনী ভেনেজুয়েলায় চালানো এক আচমকা আক্রমণে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউইয়র্কে নিয়ে আসে মাদক ও অস্ত্র মামলায় বিচার করার জন্য। সেই ঘটনার পর মাচাদোর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের এটাই হতে যাচ্ছে প্রথম বৈঠক।
গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ভেনেজুয়েলাকে নেতৃত্ব দেওয়ার মতো সম্মান বা সমর্থন কোনোটাই নেই মাচাদোর। এ কারণে তিনি মনে করেন, বেশ কয়েক বছর ভেনেজুয়েলা শাসন করবে যুক্তরাষ্ট্র।
ফক্স নিউজকে ট্রাম্প বৃহস্পতিবার বলেন, অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগুয়েজের নেতৃত্বে দক্ষিণ আমেরিকার এই দেশটি এই মুহূর্তে নতুন নির্বাচনের জন্য প্রস্তুত নয়। তিনি বলেন, ‘আমরা দেশটি পুনর্গঠন করবো, তারা নির্বাচন আয়োজন করার মতো অবস্থায় নেই। তারা জানে না এই মুহূর্তে ঠিক কিভাবে নির্বাচন আয়োজন করা যেতে পারে।’
মারিয়া কোরনিা মাচাদো এর আগে বলেছিলেন, ডোনাল্ড ট্রাম্প নোবেল পুরস্কার পাওয়ার যোগ্যতা রাখেন এবং তিনি তার পুরস্কারটি ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে চান।
বৃহস্পতিবার ট্রাম্প বলেন, তার নোবেল পুরস্কার না পাওয়াটা ছিল নরওয়ের জন্য একটি বড় ধরনের বিব্রতকর বিষয়ে। তিনি ইঙ্গিত দেন যে, মাচাদো ওয়াশিংটনে এসে তাকে তার নিজের নোবেল পুরস্কারটি দিয়ে দিতে পারেন। ট্রাম্প বলেন, ‘আমার মনে হচ্ছে এবং বুঝতে পারছি তিনি তা করবেন এবং সেটি হবে আমার জন্য বিরাট সম্মানের বিষয়।’

এনটিভি অনলাইন ডেস্ক