স্পেনের রানি হতে প্রস্তুত ২০ বছর বয়সী লিওনর
দীর্ঘ দেড়শ বছরেরও বেশি সময় পর নারী শাসকের অধীনে যাচ্ছে স্পেন। রাজা ষষ্ঠ ফিলিপ ও রানি লেতিজিয়ার জ্যেষ্ঠ কন্যা ২০ বছর বয়সী রাজকুমারী লিওনর দেশটির সিংহাসনে আরোহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তিনি হবেন ১৮০০-এর দশকে শাসন করা রানি দ্বিতীয় ইসাবেলার পর দেশটির প্রথম ‘কুইন রেগনান্ট’ বা সার্বভৌম রানি। খবর এনডিটিভির।
১৭০০ এর দশকের শুরু থেকে স্পেনের সিংহাসন বুরবোঁ রাজবংশের দখলে। ১৯৭৫ সালে জেনারেল ফ্রাঙ্কোর একনায়কতন্ত্রের অবসানের পর রাজা কার্লোস রাজতন্ত্র পুনরুদ্ধার করেন। ২০১৪ সালে তিনি সিংহাসন ত্যাগ করলে তার ছেলে ফিলিপ রাজা হন। রাজা ফিলিপ ও প্রাক্তন সাংবাদিক লেতিজিয়া দম্পতির দুই কন্যা—রাজকুমারী লিওনর ও ইনফান্তা সোফিয়া। যেহেতু ফিলিপের কোনো পুত্রসন্তান নেই, তাই সংবিধান অনুযায়ী লিওনরই সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী।
স্পেনের আইন অনুযায়ী, সিংহাসনের উত্তরাধিকারীকে সশস্ত্র বাহিনীর ‘কমান্ডার-ইন-চিফ’ হওয়ার প্রস্তুতি হিসেবে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীতে প্রশিক্ষণ নিতে হয়। লিওনর এই দায়িত্ব অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করছেন।
২০২৩ সালে সেনাবাহিনীতে বুট ক্যাম্পের মাধ্যমে লিওনরের সামরিক জীবন শুরু হয়। ২০২৪ সালে তিনি নৌবাহিনীর প্রশিক্ষণ জাহাজ ‘সেবাস্তিয়ান দে এলকানোতে’ করে ১৭ হাজার মাইল দীর্ঘ এক সমুদ্রযাত্রা সম্পন্ন করেন। এ ছাড়া ২০২৫ সালের ডিসেম্বরে তিনি পিলাটাস পিসি-২১ বিমানে নিজের প্রথম একক উড্ডয়ন সম্পন্ন করে স্প্যানিশ রাজপরিবারের প্রথম নারী পাইলট হওয়ার গৌরব অর্জন করেন। বর্তমানে তিনি বিমান ও মহাকাশ একাডেমিতে উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছেন।
অসামান্য এই প্রস্তুতির পাশাপাশি লিওনর পড়াশোনাতেও নিজের মেধার স্বাক্ষর রেখেছেন। তিনি ব্রিটেনের ওয়েলসের বিখ্যাত ইউডব্লিউসি আটলান্টিক কলেজ থেকে আন্তর্জাতিক রাজনীতি ও সংবিধান বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি স্প্যানিশ, কাতালান, ইংরেজি, ফ্রেঞ্চ, আরবি ও ম্যান্ডারিনসহ মোট ছয়টি ভাষায় সাবলীল। আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ এবং প্রগতিশীল এক ভবিষ্যৎ রানি হিসেবে লিওনর ইতোমধ্যে স্পেনের সাধারণ মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। রাজা ফিলিপের অবসর গ্রহণ বা প্রয়াণের পর আনুষ্ঠানিকভাবে মুকুট পরবেন এই ‘জেন-জি’ রাজকুমারী, যা স্পেনের রাজতন্ত্রের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করবে।

এনটিভি অনলাইন ডেস্ক