ট্রাম্পের শুল্ক আরোপকে ‘সম্পূর্ণ ভুল’ বললেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী
যুক্তরাজ্য, ডেনমার্কসহ ও ইউরোপের আট দেশের ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার (১৭ জানুয়ারি) গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত করার পরিকল্পনায় বাধা দেওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
এমন সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দেশগুলোর নেতারা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তকে ‘সম্পূর্ণ ভুল’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণ করবেন গ্রিনল্যান্ডবাসী এবং ডেনমার্কের জনগণ। ন্যাটো মিত্রদের যৌথ নিরাপত্তা রক্ষার জন্য মিত্রদের ওপর শুল্ক আরোপ করা সম্পূর্ণ ভুল। আমরা অবশ্যই এটি নিয়ে সরাসরি মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করব।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বলেন, কোনো ভয়-ভীতি বা হুমকি আমাদের প্রভাবিত করবে না। শুল্কের হুমকি অগ্রহণযোগ্য।
সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেন, আমরা নিজেদের জিম্মি হতে দেব না।
গতকাল ট্রুথ সোশ্যালের এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্র যতক্ষণ না গ্রিনল্যান্ড ‘সম্পূর্ণ ও নিঃশর্তভাবে’ ক্রয় করতে পারছে, ততক্ষণ এই শুল্ক বলবৎ থাকবে।
উল্লেখ্য, শুল্ক তালিকার আওতায় থাকা দেশগুলো হলো—ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড।

এনটিভি অনলাইন ডেস্ক