গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির বিরুদ্ধে ইইউয়ের হুঁশিয়ারি
গ্রিনল্যান্ড দখলের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের যে হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, তার বিরুদ্ধে শনিবার (১৭ জানুয়ারি) সতর্কবার্তা দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। খবর বার্তা সংস্থা এএফপির।
ইউরোপীয় কাউন্সিলের বর্তমান সভাপতির দায়িত্বে থাকা সাইপ্রাস আজ রোববার (১৮ জানুয়ারি) বিকেলে ব্রাসেলসে ইইউ রাষ্ট্রদূতদের একটি জরুরি বৈঠক আহ্বান করেছে। এদিকে, ইউরোপীয় পার্লামেন্টের একজন জার্মান সদস্য বলেছেন, ট্রাম্পের এই হুমকি গত বছর স্বাক্ষরিত ইইউ-মার্কিন বাণিজ্য চুক্তির বিষয়ে প্রশ্নের জন্ম দিয়েছে।
ট্রাম্প ইউরোপের একাধিক দেশের ওপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দেওয়ার কয়েক ঘণ্টা পর, ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা একটি যৌথ বিবৃতি প্রকাশ করেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তারা লিখেছেন, ‘এ ধরনের শুল্ক আটলান্টিক পাড়ের দেশগুলোর সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে।’ তারা আরও যোগ করেন, ‘ইউরোপ ঐক্যবদ্ধ, সমন্বিত এবং নিজস্ব সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।’
গ্রিনল্যান্ড ভূখণ্ডটি অধিগ্রহণের বিষয়ে ওয়াশিংটনে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্পের আলোচনার কয়েক দিন পরই এই বিবৃতিটি এলো। ওই আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছিল। ইইউ-এর বিবৃতিতে বলা হয়েছে, ‘ইউরোপীয় ইউনিয়ন ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করছে। সংলাপ বজায় রাখা অপরিহার্য এবং ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত সপ্তাহে শুরু হওয়া প্রক্রিয়াটিকে এগিয়ে নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
ট্রাম্প ঘোষণা করেছেন, ১ ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস এবং ফিনল্যান্ডের যুক্তরাষ্ট্রগামী সকল পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে।
ইউরোপীয় পার্লামেন্টের বৃহত্তম দল রক্ষণশীল ইপিপি-এর প্রধান জার্মানির ম্যানফ্রেড ওয়েবার বলেছেন, ট্রাম্পের এই মন্তব্য গত বছর সমঝোতার মাধ্যমে প্রণীত ইইউ-মার্কিন বাণিজ্য চুক্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। তিনি এক্স-এ লিখেছেন, ‘ইপিপি ইইউ-মার্কিন বাণিজ্য চুক্তির পক্ষে, কিন্তু গ্রিনল্যান্ড নিয়ে ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে এর অনুমোদন দেওয়া সম্ভব নয়।’ তিনি আরও যোগ করেন, ‘মার্কিন পণ্য আমদানিতে যে শূন্য শতাংশ শুল্ক সুবিধা ছিল, তা স্থগিত রাখা উচিত।’

এনটিভি অনলাইন ডেস্ক