গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্কারোপের হুমকি বড় ভুল : ইতালির প্রধানমন্ত্রী
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা এবং এর বিরোধিতাকারীদের ওপর শাস্তিমূলক শুল্ক আরোপের হুমকিকে ‘বড় ভুল’ হিসেবে অভিহিত করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। আজ রোববার (১৮ জানুয়ারি) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল সফরকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খবর বার্তা এএফপির।
জর্জিয়া মেলোনি জানান, তিনি এ বিষয়ে ব্যক্তিগতভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। এ সময় নিজের স্পষ্ট ভিন্নমতের কথা সরাসরি তাকে জানিয়েছেন।
ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার প্রচেষ্টার সঙ্গে যেসব দেশ থাকবে না, তাদের ওপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। বিশেষ করে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যসহ ইউরোপের আটটি দেশকে এই হুমকির আওতায় রাখা হয়েছে।
ইউরোপে ট্রাম্পের অন্যতম প্রধান মিত্র হিসেবে পরিচিত হওয়া সত্ত্বেও ইতালির প্রধানমন্ত্রীর মেলোনি এই সংকটে ইউরোপীয় দেশগুলোর পক্ষ নিয়েছেন। তিনি বলেন, বর্তমানে নতুন করে কোনো দেশের ওপর শুল্ক বা নিষেধাজ্ঞা আরোপ করা হবে বড় ভুল পদক্ষেপ।
জর্জিয়া মেলোনি জানান, তিনি ন্যাটো মহাসচিবের সঙ্গেও কথা বলেছেন। ন্যাটো ইতোমধ্যে এই সংকটের সমাধানে কাজ শুরু করেছে। ন্যাটোর মাধ্যমেই এই উত্তেজনা প্রশমন এবং কৌশলগত সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।
প্রধানমন্ত্রী মেলোনি বলেন, নতুন করে শুল্ক বা নিষেধাজ্ঞা আরোপ করা হলে তা ট্রান্স-আটলান্টিক সম্পর্কের জন্য নেতিবাচক হবে। কিছু ইউরোপীয় দেশের উদ্যোগকে ভুলভাবে ‘আমেরিকা-বিরোধী’ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে, যা আসলে সত্য নয়। এই উত্তেজনার ফলে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।

এনটিভি অনলাইন ডেস্ক