ইরানে বিক্ষোভে নিহত কমপক্ষে ৫ হাজার
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে কমপক্ষে পাঁচ হাজার মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫০০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন।
আজ রোববার (১৮ জানুয়ারি) ইরানের একজন এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
নাম প্রকাশে অনিচ্ছুক সেই কর্মকর্তা হতাহতের জন্য ‘সন্ত্রাসী ও সশস্ত্র দাঙ্গাবাজদের’ দায়ী করেছেন। তিনি বলেন, এই গোষ্ঠীগুলো ‘নিরপরাধ ইরানিদের’ হত্যা করছে।
উত্তর-পশ্চিম ইরানের কুর্দি-অধ্যুষিত এলাকাগুলোতে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটেছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কুর্দি বিচ্ছিন্নতাবাদীরা দীর্ঘদিন ধরে ওই অঞ্চলে সক্রিয় এবং আগের বিভিন্ন সময়েও সেখানে বড় ধরনের অস্থিরতা দেখা গেছে।
এদিকে শনিবার (১৭ জানুয়ারি) এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হতাহতের ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানিয়ান হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির (এইচআরএএনএ) মতে অস্থিরতা দমনে সহিংসতায় ৩ হাজার ৯০ জনের প্রাণহানি ঘটেছে। দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট বা সংযোগ বিচ্ছিন্ন থাকায় হতাহতের সঠিক তথ্য পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক