নির্বাচন দিয়ে জনগণের অধিকার ফেরতের দায়িত্ব সরকারের : ডা. জাহিদ
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপির ৩১ দফা তাদের সংস্কারের ধারাবাহিক কর্মসূচির অংশ। জনগণ আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব দ্রুত সময়ের মধ্যে পেতে চায়। সেজন্য অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হলো দ্রুত নির্বাচন দিয়ে জনগণের অধিকার ফেরত দেওয়া।
আজ বুধবার (১৪ মে) দুপুরে মৌলভীবাজার শহরের বেঙ্গল কনভেনশন হলরুমে জেলা বিএনপির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহিদ এসব কথা বলেন।
ডা. জাহিদ আরও বলেন, বিএনপি কখনোই শুধু দলের বা নিজেদের স্বার্থের কথা চিন্তা করেনি, বরং সবসময় দেশ ও জনগণের কথা ভেবেছে। বিএনপি মানুষের পাশে থাকে। বিপদে তাদের ফেলে পালায় না। বিএনপিনেত্রী বেগম খালেদা জিয়া অনেক প্রলোভন ও সুযোগ সুবিধা প্রত্যাখ্যান করে শত বাধা-বিপত্তির মুখেও বাংলাদেশে থেকেছেন ও কোনো আপস করেননি।
ডা. জাহিদ বলেন, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে বিএনপির অবদান অনস্বীকার্য। জনগণের ভোটাধিকারের প্রতি বিশ্বাস রেখেই সংসদে প্রস্তাব পাস করে তত্ত্বাবধায়ক সরকার প্রথা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ জি কে গউছ, সহসাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) কলিম উদ্দিন আহমদ মিলন, মিফতাহ সিদ্দিকী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন।