বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৫, চিকিৎসাধীন শিশুর মৃত্যু

রাজধানীর বাড্ডায় আফতাব নগরের দক্ষিণ আনন্দ নগরের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আগুনে দগ্ধ গুরুতর আহত তানজিলা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৮ মে) বিকেল ৩টার দিকে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শিশুটি মারা যায়।
এর আগে শুক্রবার মধ্য রাতে আফতাব নগরের দক্ষিণ আনন্দ নগরের আনসার ক্যাম্প বাজার সংলগ্ন একটি বাসার নীচ তলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ পাঁচজন দগ্ধ হয়। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
আগুনে দগ্ধ আহতদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মোহাম্মদ শরীফ জানান, দগ্ধ তোফাজ্জল দিনমজুরের কাজ করেন। তার বাড়ি ঠাকুরগাঁও জেলায়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, আফতাবনগর থেকে শিশুসহ একই পরিবারের পাঁচজন বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছে, রোববার বিকেলে ৭০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তানজিলা নামে এক শিশু মারা যায়। তার শরীরে ৬৬ শতাংশ দগ্ধ ছিল। এই ঘটনায় চারজন ভর্তি রয়েছেন। শিশুটির বাবা মোহাম্মদ তোফাজ্জলের ৮০ শতাংশ, শিশুর মা মানসুরার ৬৭ শতাংশ, শিশুর বোন মিথিলার ৬০ শতাংশ ও আরেক বোন তানিশার ৩০ শতাংশ দগ্ধ হয়েছে।