কুমিল্লায় ডোবায় পড়ে ২ শিশুর মৃত্যু

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের ডোবায় পড়ে জিহাদ (৫) ও রায়হান (সাড়ে ৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২০ মে) দুপুরে উপজেলার চান্দলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত জিহাদ ওই এলাকার জলিল মিয়ার ছেলে এবং রায়হান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা এলাকার রুবেল মিয়ার ছেলে। রায়হান মামার বাড়িতে বেড়াতে এসেছিল। তারা মামা-ভাগনে।
পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে দুই শিশু বাড়ির উঠোনে খেলছিল। কিছুক্ষণ পর তারা নিখোঁজ হয়। পরে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করলে বাড়ির পাশের একটি সম্প্রতি মাটি কেটে তৈরি করা ডোবায় তাদের অচেতন অবস্থায় পানিতে ভাসতে দেখা যায়। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাহমিদা ইসলাম বলেন, পানিতে পড়ে যাওয়া অবস্থায় দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।