জুলাই আন্দোলনে মারা যাওয়া হাসানের জানাজা শহীদ মিনারে, দাফন সুবর্ণচরে

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা শহীদ মো. হাসানের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) রাত ১০টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজা সম্পন্ন হয়।
জানাজায় ইমামতি করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম। এর আগে গত বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন মো. হাসান।
জানাজায় অংশ নেন উপদেষ্টা আসিফ মাহমুদ, নাগরিক পার্টির নেতা আখতার হোসেন ও সারজিস আলম, শিবিরের সেক্রেটারি সাদ্দাম হোসেন, আপ বাংলাদেশের আলী আহসান জুনায়েদ, ছাত্রদলের আমানুল্লাহ আমান ও নাহিদুজ্জামান শিপনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে শনিবার সন্ধ্যায় শহীদ মো. হাসানের মরদেহ থাইল্যান্ড থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
উল্লেখ্য, গত ৫ আগস্ট চট্টগ্রামের টাইগার পাস এলাকায় জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে গুরুতর আহত হন মো. হাসান। প্রথমে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার সিএমএইচে স্থানান্তর করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে পাঠানো হয় এবং পরে সেখান থেকে পায়াথাই পাহোলিওথিন হাসপাতালে স্থানান্তর করা হয়। দীর্ঘ চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাত ১১টা ১০ মিনিটে হাসপাতালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শহীদ হাসানের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার মায়ের ইচ্ছা অনুযায়ী মরদেহ নোয়াখালীর সুবর্ণচর উপজেলার নিজ গ্রামে দাফন করা হবে।