হাসিনার মতো দাম্ভিকতার ফাঁদে বিএনপির একটি অংশ : আসিফ আকবর

জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর বলেছেন, ‘এখন চারদিকে শুধু বিএনপি আর বিএনপি, হাসিনা স্টাইলে দাম্ভিকতার ফাঁদে আছে দলের একটি গুরুত্বপূর্ণ অংশ।’ সোমবার (২৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে আসিফ আকবর লিখেছেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক বিচক্ষণতায় ’৮৬ সালে ষড়যন্ত্রের নির্বাচন বর্জন করেছিল বিএনপি। সর্বদলীয় ঐক্যজোটের শপথ ছিল—সেই নির্বাচনে যারা যাবে, তারা জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত হবে।’
আসিফ আকবর আরও লিখেন, ‘দীর্ঘ সংগ্রাম শেষে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ’৯১ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৪০টি আসন পেয়ে সরকার গঠন করে বিএনপি জোট। অথচ ’৯১ এর নির্বাচনের আগে শেখ হাসিনার দাম্ভিক ঘোষণা ছিল—বিএনপি পার্লামেন্টে দশটি আসনও পাবে না। ’
‘বেগম খালেদা জিয়ার সঙ্গে রাজনীতির মাঠে কিছু সময় কাজ করার সুযোগ হয়েছে। কখনো দাম্ভিকতা দেখিনি, তিনি সব সময়ই আত্মবিশ্বাসী। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পর বিএনপি ভেঙে গেল, গাদ্দারের দল পিঠ দেখাল। ‘৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে সফল তরুণ নেতৃত্ব সঙ্গে নিয়ে পথচলা শুরু করলেন তিনি। সাধারণ একজন গৃহবধূ থেকে হয়ে উঠলেন বাংলাদেশের অবিসংবাদিত আপসহীন দেশনেত্রী’, যোগ করেন আসিফ আকবর।
জনপ্রিয় এ কণ্ঠশিল্পী আর লিখেন, ‘এখন চারিদিকে শুধু বিএনপি আর বিএনপি, হাসিনা স্টাইলে দাম্ভিকতার ফাঁদে আছে দলের একটা গুরুত্বপূর্ণ অংশ। ৩৫ বছরের নিচে থাকা চার কোটি ভোটের মালিক তরুণ প্রজন্মের পালস্ ধরতে ব্যর্থ তারা, চলছে শো-ডাউন কালচার। ৯১ সালের নির্বাচনের আলোকে বিএনপিকে সাবধান হতে হবে। দাবার ঘুঁটি বদলেও যেতে পারে, এটাই সাধারণ জনতার এক ভোটের রাজনীতি।’

আসিফ আকবর পোস্টের শেষে লিখেন, ‘ওভার কনফিডেন্স সাময়িক সফলতা দেয়, তবে দীর্ঘমেয়াদি ক্ষত সৃষ্টি করে। বাংলাদেশি জাতীয়তাবাদ অমর হউক। ভালবাসা অবিরাম...।’