সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা ছাড়াই এটিএম আজহারকে শাস্তি দিয়েছিল ট্রাইব্যুনাল
জামায়াতনেতা এটিএম আজহারুল ইসলামের খালাসের পর আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছেন, কোনও প্রকার সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা ছাড়াই এটিএম আজহারকে শাস্তি দিয়েছিল ট্রাইব্যুনাল। পৃথিবীর ইতিহাসে শাস্তি দেওয়ার এ ধরনের নজির নেই।
আজ মঙ্গলবার (২৭ মে) সকালে রায়ের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেন, এ রায়ের মাধ্যমে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। আদালতের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলে মনে করি। মানুষ আদালতে ন্যায় বিচারের প্রত্যাশায় থাকবে।
এই আইনজীবী আরও বলেন, আমাদের আবেদনের প্রেক্ষিতে আদালত এডভান্স রায় বা রায়ের সংক্ষিপ্ত কপি সরবরাহ করবেন। এতে করে আজকে বা আগামীকাল জামায়াতনেতা এটিএম আজহার কারামুক্তি পাবেন।
শিশির মনির বলেন, এই মুহূর্ত থেকে এটিএম আজহার ইনোসেন্ট ম্যান। এই রায়ের মাধ্যমে সত্য প্রকাশিত হয়েছে। মিথ্যা দূর হয়েছে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলাম আজকেই যেন মুক্তি পেতে পারেন, আজহারের আইনজীবীরা আদালতের কাছে তার অনুমতি চাইলে আদালত দ্রুত ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছে।
এর আগে আজ মঙ্গলবার (২৭ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ সকালে পিনপতন পরিবেশে এ রায় ঘোষণা করেন।
রায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাজা বাতিল করে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াতনেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দেন আপিল বিভাগ। এই প্রথম মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনও আসামি আপিল বিভাগে খালাস পেলেন।

নিজস্ব প্রতিবেদক