গৌরীপুরে ভারতীয় নারী আটক
আটক জয়তন বিবি। ছবি : এনটিভি
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় জয়তন বিবি (৩৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৩০ মে) রাত সাড়ে ১০টার দিকে গৌরীপুর বাজারে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় স্থানীয় জনতা তাকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
আটক জয়তন বিবি আব্দুর রাজ্জাকের স্ত্রী ও জয়নাল শেখের মেয়ে। তিনি ভারতের আসাম রাজ্যের ধুপরী ২নং পাট মধুসুল আরী এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, জয়তন বিবি বৈধ কাগজপত্র ছাড়াই বাংলাদেশে অনুপ্রবেশ করেছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম আজ শনিবার (৩১ মে) দুপুরে বলেন, আটক জয়তন বিবিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

আইয়ুব আলী, ময়মনসিংহ