শেরপুরে পানিতে ডুবে যমজ দুই বোনের মৃত্যু
 
          শেরপুর সদর থানা। ফাইল ছবি        
          শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছোট ঝাউয়ের চর নামাপাড়া গ্রামে বিলের পানিতে ডুবে যমজ দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (৩১ মে) বিকেল ৪টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- নীলা (১০) ও শিলা (১০)। তারা নামাপাড়া গ্রামের রিকশাচালক আব্দুস সালামের মেয়ে।
স্থানীয়রা জানান, বিকেলে পাঁচ বান্ধবীর সঙ্গে বাড়ির পাশের একটি বিলে গোসল করতে যায় নীলা ও শিলা। গোসলের একপর্যায়ে দুই বোন পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবাইদুল আলম জানান, আইনি প্রক্রিয়া শেষে দুই বোনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 
                   কাকন রেজা, শেরপুর
                                                  কাকন রেজা, শেরপুর
               
 
 
 
