উদ্দীপনের সাবেক চেয়ারম্যান মিহির কান্তিসহ ১০ জনের এনআইডি ব্লক
 
বেসরকারি এনজিও উদ্দীপনের সাবেক চেয়ারম্যান মিহির কান্তি মজুমদারসহ ১০ জনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লকের নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (১৬ জুন) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযুক্ত ১০ জনের এনআইডি ব্লকের পাশাপাশি তাদের বিদেশ গমনের বিষয়েও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নিষেধাজ্ঞা প্রাপ্ত অন্যান্যরা হলেন- এনজিওটির সাবেক ভাইস চেয়ারম্যান জাকিয়া কে হাসান, সাবেক কোষাধ্যক্ষ ড. মো. গোলাম আহাদ, সাবেক সদস্য মো. মাহবুবুর রহমান, সাবেক সদস্য মো. নজরুল ইসলাম খান, নাহিদ সুলতান, ভবতোষ নাথ, ডা. আবু জামিন ফয়সাল, শওকত হোসেন ও সাবেক নির্বাহী পরিচালক বিদ্যুত কুমার বসু।

 
                   আদালত প্রতিবেদক
                                                  আদালত প্রতিবেদক
               
 
 
 
