ব্যবসায়ী সোহাগ হত্যায় যুবদলের দুই নেতা আজীবন বহিষ্কার
রাজধানীর পুরান ঢাকায় মিডফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় জাতীয়তাবাদী যুবদলের দুই নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এই হত্যাকাণ্ডের পর সংগঠনের পক্ষ থেকে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বহিষ্কৃত দুই নেতা হলেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক রজব আলী পিন্টু এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবা করিম লাখে। তারা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের অপকর্মের দায় সংগঠন কোনোভাবেই নেবে না।
বিস্তারিত ভিডিওতে …

এনটিভি অনলাইন ডেস্ক