গোপালগঞ্জে ছাত্রলীগের সভাপতিসহ ৩৫৪ জনের বিরুদ্ধে মামলা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় বাধা দিতে সড়ক অবরোধ করে দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালসহ ৩৫৪ জনকে আসামি করে সন্ত্রাস দমন আইনে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা করা হয়েছে।
আজ শনিবার (১৯ জুলাই) বিকেলে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল শুক্রবার (১৮ জুলাই) গভীর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামীম আল মামুন বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে গোপালগঞ্জ থানায় মামলাটি করেন।
মামলায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালসহ ৫৪ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আসামি করা হয়েছে ৩০০ থেকে ৩৫০ জনকে।
মামলার বিবরণে বলা হয়, গত বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা কর্মসূচি ছিল। এনসিপির পদযাত্রাটি গোপালগঞ্জ-টেকেরহাট সড়ক দিয়ে চলাচলের কথা ছিল। এই পদযাত্রায় বাধা দিতে ওই দিন সকালে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়ে আসামিরা ব্যারিকেড সৃষ্টি করে। সেখানে তারা উত্তেজনাপূর্ণ স্লোগান দিতে থাকে, ফলে ওই সড়কে যানবাহন ও পথচারী চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে আসামিরা দুপুর আড়াইটার দিকে সেখানে দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অবরোধকারীরা পালিয়ে যায়। দুপুরের দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা ওই সড়ক দিয়ে গোপালগঞ্জে এসে পদযাত্রা ও সভায় যোগ দেন।