মাইলস্টোনের আহতদের জন্য ৫০ লাখ টাকার সহায়তা ঘোষণা জামায়াতের

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় ৫০ লাখ টাকার সহায়তা ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ মঙ্গলবার (২২ জুলাই) জামায়াত আমির ডা. শফিকুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলেন, ‘উত্তরা মাইলস্টোন স্কুলে দুর্ঘটনায় আহতদের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রাথমিকভাবে ৫০ লাখ টাকার চিকিৎসা সহায়তা প্রদান করা হবে, ইনশাআল্লাহ।’
একইসঙ্গে জামায়াত আমির দেশের সব চিকিৎসকদের আহতদের চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানান। স্ট্যাটাসে তিনি আরও বলেন, ‘আল্লাহ তায়ালা আমাদের মানবতার পাশে দাঁড়ানোর তাওফিক দিন এবং কবুল করুন। আমিন।’
গতকাল সোমবার (২১ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান (এফটি-৭ বিজিআই) দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বিধ্বস্ত হয়। এ ঘটনায় পাইলটসহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। নিহত সবার পরিচয় এখনও জানা যায়নি। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে আরও ১৬৫ জন। এ পর্যন্ত ২০ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।