আইনজীবী হত্যাসহ ৫ মামলায় চিন্ময় দাসের জামিন নামঞ্জুর

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যাসহ মোট পাঁচটি মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৪ জুলাই) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলামের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।
আসামি চিন্ময়ের পক্ষে ঢাকা থেকে আসা আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে একটি দল শুনানি করে। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে। শুনানির সময় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণকে আদালতে আনা হয়নি।
এদিকে, এই জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।
মহানগর পিপি মফিজুল হক ভুঁইয়া জানান, আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যাসহ পাঁচটি মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর হয়েছে। এখন আসামি পক্ষ চাইলে উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করতে পারবে।
গত বছরের ২৬ নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের জামিন নামঞ্জুর করাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে চিন্ময় কৃষ্ণের অনুসারীদের সংঘর্ষ হয়। সেই সময় চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করে চিন্ময়ের অনুসারীরা। এ হত্যার ঘটনায় তাঁর বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।
এ ছাড়া, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়া, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা হয়েছিল।