থানায় ঢুকে পুলিশের এএসআইকে ছুরিকাঘাত

গাইবান্ধার সাঘাটা থানায় দায়িত্বপালনকালে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মহসিন নামে পুলিশের একজন এএসআই আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১০টার দিকে সাঘাটা থানার ভেতরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে হঠাৎ অজ্ঞাত এক যুবক থানার ভেতরে ঢুকে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহসিনের ওপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এ সময় সে এএসআই মহসিনকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। হামলার পরপরই ওই যুবক পালিয়ে যায়।
মহসিনের চিৎকারে অন্য পুলিশ সদস্য ও স্থানীয় লোকজন ছুটে এসে ধাওয়া করলে দুর্বৃত্ত ব্যক্তি থানার পাশের সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরে লাফিয়ে আত্মগোপনের চেষ্টা করে। পুকুরটি কচুরিপানায় আচ্ছাদিত থাকায় তাৎক্ষণিকভাবে তাকে খুঁজে পাওয়া যায়নি। আহত এএসআই মহসিনকে তাৎক্ষণিকভাবে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ও চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার পর রাতেই পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় পুকুরে অভিযান শুরু হয়। শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৮টায় ডিঙি নৌকার সহায়তায় চালানো তল্লাশিতে কচুরিপানার নিচ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি। কী উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে, হামলাকারীর পরিচয় কী- তা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। ইতোমধ্যে গাইবান্ধা জেলার পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।