গরমের ‘হটস্পট’ ঢাকার যেসব এলাকা

পরিবেশগত ভারসাম্য চরমভাবে বিঘ্নিত হওয়ার ফলে দিনদিন বাড়ছে ঢাকার তাপমাত্রা। সম্প্রতি একটি গবেষণায় উঠে এসেছে, শহরের কিছু এলাকা যেন উষ্ণতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এসব এলাকাগুলোতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি।
আজ রোববার (২৭ জুলাই) একটি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘চেঞ্জ ইনিশিয়েটিভ’।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, ঢাকার শ্যামপুর, হাজারীবাগ, তেজগাঁও, রামপুরা ও দারুসসালাম এলাকাগুলো বর্তমানে শহরের সবচেয়ে উষ্ণতম স্থান বা `হটস্পট‘ হিসেবে চিহ্নিত হয়েছে। এই এলাকাগুলোতে তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকছে। এমনকি একসময় যেসব এলাকা তুলনামূলক ঠান্ডা ছিল, সেগুলোর অবস্থাও এখন বিপজ্জনক পর্যায়ে রয়েছে।
গবেষণা বলছে, গত ৪৪ বছরে (১৯৮০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত) ঢাকার তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। এর প্রধান কারণ হলো, এই সময়ে শহরের ঘনবসতিপূর্ণ এলাকা সাতগুণ বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে এই সময়ে জলাধার বিলুপ্ত হয়েছে ৬০ শতাংশ। বর্তমানে ঢাকার কোনো এলাকার তাপমাত্রাই ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেই। এই পরিস্থিতিতে ঢাকাতে আর কোনো প্রাকৃতিক `জলবায়ু আশ্রয়স্থল‘ অবশিষ্ট নেই।
এই গবেষণাটি ঢাকার পরিবেশগত অবনতির এক ভয়াবহ চিত্র তুলে ধরেছে। এটি কেবল অপরিকল্পিত নগরায়ণ এবং অব্যবস্থাপনার ফল নয়। বরং পরিবেশের প্রতি এক ধরনের অবিচার, যা ভবিষ্যৎ প্রজন্মের জীবন ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।