শ্রীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত
মুন্সীগঞ্জের শ্রীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে মোহাম্মদ সিয়াম (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
আজ শুক্রবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে শ্রীনগরের ওমপাড়া এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ সিয়াম মাদারীপুর জেলার হাটুপাড়া গ্রামের আলী আকবরের ছেলে। বৃহস্পতিবার রাতে তিনি লৌহজংয়ের মাওয়া ঘাটে বেড়াতে যান। শুক্রবার সকালে নিজ বাসস্থানে, ঢাকার বংশালে ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন।
শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, সকালে সড়কের পাশে মোটরসাইকেলসহ এক যুবকের মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সেটি হাঁসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই সিয়াম নিহত হন। দুর্ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল ও মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ