নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়েছে : সালাহউদ্দিন
আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়াই তিনি এ কথা বলেন।
বিএনপি বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, যথাযথ সময়ে রোডম্যাপটি ঘোষণা করা হয়েছে। সরকারের দিক থেকেও একই রকম নির্দেশনা ছিল। এখন রোডম্যাপ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন দেওয়া হবে এটাই আমাদের প্রত্যাশা।
আগামী জাতীয় সংসদ নির্বাচন রমজানের আগেই অনুষ্ঠিত হবে জানিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ আজ রোডম্যাপ ঘোষণা করেন।
নির্বাচনের ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে জানিয়ে ইসি সচিব বলেন, আগামী সংসদ নির্বাচনের জন্য নেওয়া হয়েছে ২৪ ভাগে কর্মপরিকল্পনা। নির্বাচন আইনবিধি সংস্কার প্রস্তাব আগামী সপ্তাহে আইনমন্ত্রণালয়ে পাঠানো হবে।
ইসি সচিব জানান, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন। তিনি বলেন, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ১৫ সেপ্টেম্বরের মধ্যে। ৩০ নভেম্বরের মধ্যে ব্যালট বাক্স কেনা হবে।
নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নির্বাচনের দুই সপ্তাহ আগে নেওয়া হবে বলে জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি আরও জানান, নির্বাচনে প্রতি কেন্দ্রে ভোটার গড়ে তিন হাজার। প্রতি বুথে ৬০০ পুরুষ এবং ৫০০ নারী।
প্রবাসীরা এবারের নির্বাচনেই ভোট দেওয়ার সুযোগ পাবেন বলেও জানান ইসি সচিব।

নিজস্ব প্রতিবেদক