নুরের ওপর হামলা উদ্দেশ্যমূলক : মির্জা আব্বাস
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলাকে উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘নুরের ওপর হামলা উদ্দেশ্যমূলক। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে।’
আজ শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আহত নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের মির্জা আব্বাস এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর কথা বলা হলেও এখনও তাকে পাঠানো হয়নি। এতে আমরা হতাশ। দ্রুততার সঙ্গে তাকে বিদেশে পাঠানো হোক, যেন সুস্থ হয়ে আবার ফিরে আসতে পারেন। তিনি আরও বলেন, টার্গেট করে কিছু কিছু লোকের ওপর হামলা হচ্ছে। সরকারকে দেখতে হবে, এসব ঘটনা কোথা থেকে পরিচালিত হচ্ছে। যদি সরকার এসব বন্ধ করতে না পারে, তাহলে বুঝতে হবে তারা আর কমান্ড ধরে রাখতে পারছে না।
সম্প্রতি মাজার ভাঙা ও দেশের বিভিন্ন স্থানে অস্থিরতার ঘটনাগুলোর কথা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, এসব বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। নির্বাচন সামনে রেখে এরকম আরও অনেক কিছু ঘটতে পারে, যাতে করে নির্বাচন না হয়। একটি শ্রেণি চাচ্ছে নির্বাচন যাতে না হয়।
সরকারকে দায়ী করে মির্জা আব্বাস বলেন, দেশ স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে না; বরং অস্বাভাবিক প্রক্রিয়ায় চলছে।

                  
                                                  নিজস্ব প্রতিবেদক