বাগেরহাটে আসন পুনর্বহালের দাবিতে সরকারি অফিস ঘেরাও

বাগেরহাটের আসন পুনর্বহালের দাবিতে সরকারি অফিস ঘেরাও ও অবস্থান কর্মসূচি চলছে। রোববার (১৪ সেপ্টেম্বর) বাগেরহাট জেলা বিএনপি সমন্বয়ক এম এ সালাম জানান, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ৮টা থেকে বাগেরহাটের জেলা প্রশাসক কার্যালয় ও নির্বাচন অফিসসহ অন্যান্য দপ্তর ঘেরাও করে সেখানে অবস্থান নিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা-কর্মীরা।
এম এ সালাম আরও জানান, বাগেরহাট জেলা প্রশাসক ও জেলা নির্বাচন অফিস ঘেরাও ও অবস্থান কর্মসূচি চলবে বেলা ১১টা পর্যন্ত। এছাড়া জেলার ৯টি উপজেলার সব সরকারি অফিস ঘেরাও ও অবস্থান কর্মসূচি চলছে সকাল ৮টা থেকে; যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এম এ সালাম আরও বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে নানা কর্মসূচি চলমান থাকবে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ইসি আমাদের বাগেরহাটবাসীর কোনো মতামত না নিয়ে খামখেয়ালিভাবে একক সিদ্ধান্তে আমাদের চারটি আসন কেটে তিনটি আসনে পরিণত করেছে। শুধু তাই নয়, সব আসনের সীমানা বিভাজন করে বাগেরহাট জেলাকে তছনছ করে দিয়েছে। আমরা ইসির এই হঠকারী সিদ্ধান্ত মানি না, মানবো না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ লড়াই চলবে।
এদিকে, আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির পূর্বঘোষিত ঘেরাও ও অবস্থান কর্মসূচি ঘিরে মোংলার বিভিন্ন সরকারি দপ্তরে পুলিশ মোতায়েন করা হয়েছে। এই কর্মসূচি শুরু হওয়ার আগেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ অফিসে প্রবেশ করেন।
অফিস শুরুর আগেই সরকারি দপ্তরগুলোতে পুলিশ অবস্থান নেয়। দেখা যায়, অফিসগুলোর বাইরের গেটে তালা দিয়ে ভেতরে স্বাভাবিক কার্যক্রম চালাচ্ছেন কর্মকর্তা ও কর্মচারীরা।
ঘেরাও ও অবস্থান কর্মসূচি সফল করতে মোংলার সরকারি দপ্তরগুলোর আশপাশে সর্বদলীয় সম্মিলিত কমিটির কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি।
এ প্রসঙ্গে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই পুলিশের এই অবস্থান।