সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে আটকা পড়েছে বাঘ
সুন্দরবনের মোংলা সংলগ্ন এলাকায় হরিণ শিকারিদের পাতা ফাঁদে একটি রয়েল বেঙ্গল টাইগার আটকা পড়েছে। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শরকির খাল সংলগ্ন বনের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। বাঘটিকে অক্ষত অবস্থায় উদ্ধারে ঢাকা থেকে বিশেষজ্ঞ দল ও ভেটেরিনারি সার্জন আনা হচ্ছে। আগামীকাল রোববার (৪ জানুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান শুরু করবে বনবিভাগ।
সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দীপন চন্দ্র দাস জানান, মোংলার বৈদ্ধমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি শরকির খাল থেকে প্রায় আধা কিলোমিটার বনের ভেতরে বাঘটি চোরা শিকারিদের ফাঁদে আটকে আছে। আজ শনিবার (৩ জানুয়ারি) দুপুরের পর খবর পেয়ে বনবিভাগের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি কর্ডন করে রাখে, যাতে সাধারণ মানুষ সেখানে গিয়ে বাঘটিকে আতঙ্কিত করতে না পারে।
বনবিভাগ সূত্রে জানা গেছে, রাতে বাঘটির অবস্থান পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিশেষজ্ঞ দল পৌঁছানোর পর রোববার সকালে ‘ট্র্যাঙ্কুলাইজার’ (অচেতন করার ইনজেকশন) গান ব্যবহার করে বাঘটিকে অচেতন করা হবে। এরপর সেটিকে ফাঁদ থেকে মুক্ত করা হবে। যদি দেখা যায় বাঘটি আঘাতপ্রাপ্ত বা অসুস্থ, তবে সেটিকে উন্নত চিকিৎসার জন্য লোহার খাঁচায় বন্দি করে খুলনা বা ঢাকায় বনবিভাগের রেসকিউ সেন্টারে পাঠানো হবে।
বর্তমানে বনকর্মীরা ঘটনাস্থল পাহারা দিচ্ছেন। এছাড়া শনিবার গভীর রাতে ফাঁকা গুলি ছুড়ে বাঘটিকে মানসিকভাবে সজাগ রাখার বা পরিস্থিতি পর্যবেক্ষণের পরিকল্পনাও রয়েছে বনবিভাগের। বাঘটি ফাঁদে পড়ার ঘটনায় ওই এলাকায় বনজীবী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

আবু হোসাইন সুমন, মোংলা