সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা ১২১ বার পেছাল

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ১২১ বারের মতো পিছিয়ে গেছে।
আজ রোববার (১৪ সেপ্টেম্বর) তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ছিল কিন্তু তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তা দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্টেট মিনহাজুর রহমান আগামী ৩০ নভেম্বর প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন।
মামলার নথি থেকে জানা গেছে, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের একটি ভাড়া করা বাসায় খুন হন সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। নিহত রুনির ভাই নওশের আলম রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় এ হত্যা মামলাটি দায়ের করেন।
১৩ বছর পার হলেও তদন্ত প্রতিবেদন এখনো আদালতে জমা দিতে পারেনি বিভিন্ন তদন্ত সংস্থা। বিভিন্ন সময়ে মোট আটজনকে এ মামলায় গ্রেপ্তার করা হয়। পরে দুজন জামিনও পান। গত বছরের ৩০ সেপ্টেম্বর র্যাবকে বাদ দিয়ে হাইকোর্ট উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করে এ তদন্ত কাজ সম্পন্ন করতে ছয় মাস সময় বেঁধে দেন। টাস্কফোর্সের অধীনে পিবিআই মামলাটির তদন্ত করছে।