শুক্রবার ১৩ ঘণ্টা বন্ধ থাকবে গ্রামীণফোনের রিচার্জ সেবা

গ্রামীণফোনের লোগো
সিস্টেমের মান উন্নয়নের জন্য মোবাইল নেটওয়ার্ক অপারেটর গ্রামীণফোনের রিচার্জ সেবা শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ১৩ ঘণ্টা বন্ধ থাকবে।
আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গ্রামীণফোনের মাইজিপি অ্যাপে এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, সিস্টেমের মান উন্নয়নের জন্য ১৯ সেপ্টেম্বর রাত ১টা থেকে দুপুর ২টা পর্যন্ত গ্রামীণফোন নম্বরে সকল প্রকার রিচার্জ সেবা বন্ধ থাকবে। এই সময়ের আগে প্রয়োজনীয় ব্যালেন্স রিচার্জ করে রাখারও পরামর্শ দেওয়া হয়।

এছাড়া, পোষ্টপেইড গ্রহকদের জন্য ১৯ সেপ্টেম্বর রাত ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট এবং বিল আপডেট সার্ভিস বন্ধ থাকবে। সংযোগ চালু রাখতে এই সময়ের আগে বকেয়া বিল পরিশোধ করে রাখতে বলা হয়েছে।