সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ

ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের রামগড় অংশের বেহাল দশার দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন ও অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে ক্ষুব্ধ এলাকাবাসী প্রতিবাদ হিসেবে কর্দমাক্ত সড়কে ধানের চারা রোপণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের সোনাইপুল থেকে রামগড় বাজার পর্যন্ত তিন কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে ভাঙা এবং বড় বড় গর্তে ভরা। সামান্য বৃষ্টি হলেই সড়কটি কর্দমাক্ত হয়ে যানবাহন ও পথচারীদের চলাচলের অযোগ্য হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে, যার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে সাজেকসহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন পর্যটন কেন্দ্রে যাতায়াতকারী পর্যটকরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, সড়কের এই করুণ অবস্থা সম্পর্কে তারা বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন, কিন্তু কোনো ফল হয়নি। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে তারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য এই প্রতিবাদের পথ বেছে নিয়েছেন।
মানববন্ধনে উপস্থিত রামগড়ের সাবেক কাউন্সিলর ও সমাজসেবক মহিউদ্দিন হারুন বলেন, এই সড়কে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। সড়কের দুই পাশে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, যার কারণে শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হচ্ছে। অভিভাবকরা সবসময় আতঙ্কে থাকেন। আমরা প্রথমে ছোট পরিসরে মানববন্ধন ও ধানের চারা রোপণ করে দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানাচ্ছি। যদি এরপরেও কর্তৃপক্ষের শুভবুদ্ধির উদয় না হয়, তাহলে আগামীতে রামগড়ের জনগণ আরও কঠোর কর্মসূচি দেবে।