সিরাজগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জে লিফলেট বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের কাঠেরপুল থেকে লিফলেট বিতরণ শুরু করে ফকিরতলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে রাস্তার ডিভাইডার ও ইনস্টিটিউট প্রাঙ্গণে বৃক্ষরোপন করা হয়।
এসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা সংস্কারের পরিকল্পনা দিয়েছেন, সেটি কেবল বিএনপি নয়, সমগ্র জাতির মুক্তির রূপরেখা। এখানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা থেকে শুরু করে বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যখাত সংস্কারের সুনির্দিষ্ট প্রস্তাবনা রয়েছে। এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।
এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও জেলা ড্যাবের সভাপতি ডা. আব্দুল লতিফ, জেলা বিএনপির সহপ্রচার সম্পাদক জিন্নাহ সরদার, জেলা ড্যাবের সদস্য ও সিরাজগঞ্জ কমিউনিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আব্দুল আজিজ প্রমুখ।