এয়ারফ্রেইট ইউনিটে বিপুল সিগারেট স্ট্যাম্প ও এলসিডি জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট ইউনিটে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ সিগারেট স্ট্যাম্প ও মোবাইল ফোনের এলসিডি জব্দ করেছে ঢাকা কাস্টমস। গত সোমবার (২২ সেপ্টেম্বর) এক অভিযানে অভিযানে এসব পণ্য জব্দ করে প্রতিষ্ঠানটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারফ্রেইট আমদানি কার্গো শাখায় এয়ারফ্রেইট ইউনিটের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে দুইটি এয়ারওয়ে বিলের মাধ্যমে বন্ড সুবিধায় ঘোষিত পণ্য হিসেবে আমদানিকৃত পেপার লেবেল, গাম টেপ ও লেইসের সাথে ঘোষণা বহির্ভূত বিপুল সিগারেট স্ট্যাম্প ও মোবাইল ফোনের এলসিডি পাওয়া যায়।
আমদানিকারক প্রতিষ্ঠানের নাম মাহাদী ফ্যাশন প্রাইভেট লিমিটেড। তারা দুইটি এয়ারওয়ে বিলের মাধ্যমে চায়না থেকে প্রায় তিন টন গার্মেন্টস এক্সেসরিজ ঘোষণায় পণ্যচালান আমদানি করে এবং পরবর্তীতে তার মনোনীত সিএন্ডএফ এজেনেটর মাধ্যমে ওই আমদানির বিপরীতে পণ্য ঘোষণা বা বিল অব এন্ট্রি দাখিল করে। কিন্তু আমদানিকারক প্রতিষ্ঠান ও তাদের মনোনীত সিএন্ডএফ এজেন্ট সিটি এয়ার লাইনস পারস্পরিক যোগসাজশে ওই দুইটি এয়ারওয়ে বিলের মাধ্যমে ঘোষিত পণ্যের সাথে ঘোষণা বহির্ভূত ৯৬ লাখ পিস আমদানি নিষিদ্ধ সিগারেট স্ট্যাম্প এবং ২২২ কেজি মোবাইল ফোনের এলসিডি খালাসের অপচেষ্টা করে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জব্দ পণ্য খালাস হয়ে সিগারেট সরবরাহে ব্যবহৃত হলে সরকারের আনুমানিক প্রায় ৯৪ কোটি টাকা রাজস্ব ক্ষতি হতো। এই বিষয়ে আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্টের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।