সাড়ে ১৭ হাজারে বিক্রি হলো পদ্মার জোড়া ইলিশ

দুটি ইলিশ মাছ হাতে নিয়ে আছেন জেলে। ছবি : এনটিভি
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর দুটি ইলিশ ১৭ হাজার ৬৪০ টাকায় বিক্রি হয়েছে। মাছ দুটির মোট ওজন ৪ কেজি ২০০ গ্রাম। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান মিয়া সম্রাট এই ইলিশ দুটি বিক্রি করেন।
আড়তের মালিক শাহজাহান মিয়া সম্রাট জানান, তিনি ইলিশ দুটি প্রতি কেজি ৩ হাজার ৮০০ টাকা দরে কিনেছিলেন। পরে অনলাইনে প্রতি কেজি ৪ হাজার ২০০ টাকা দরে বিক্রি করা হয়। এই দরে মাছ দুটির মোট বিক্রয়মূল্য দাঁড়িয়েছে ১৭ হাজার ৬৪০ টাকা।