রাজবাড়ীতে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, চালক-হেলপার নিহত

ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে পিকআপের সামনের অংশ। ছবি : এনটিভি
রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুরে একটি মালবাহী ট্রাকের পেছনে পিকআপভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পিকআপভ্যানচালক নাজমুল (৩৫) ও তার সহকারী (হেলপার) কাওছার (৩০)। তারা দুজনেই কুষ্টিয়া সদর উপজেলার বাসিন্দা।
আহ্লাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে কল্যাণপুরে একটি পিকআপভ্যানের পেছনে মালবাহী ট্রাক ধাক্কা দেয়। এতে পিকআপভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় পিকআপভ্যানের চালক ও হেলপার গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।