রাজবাড়ীর দুই আসনে ১১ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ী-১ ও রাজবাড়ী-২ আসনে মোট ১৬ জন প্রার্থীর মধ্যে ১১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার এ ঘোষণা দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পালসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজবাড়ী-১ আসনে দাখিলকৃত চারজন প্রার্থীর মনোনয়নপত্র এবং রাজবাড়ী-২ আসনে ১২ প্রার্থীর মধ্যে সাতজনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।
রাজবাড়ী-১ আসনে বৈধ চার প্রার্থী হলেন—বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জামায়াতে ইসলামীর মো. নূরুল ইসলাম, জাতীয় পার্টির খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু ও জাকের পার্টির মোহাম্মদ আলী বিশ্বাস।
রাজবাড়ী-২ আসনে বৈধ প্রার্থীরা হলেন—বিএনপির হারুন-অর-রশিদ, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি বিএনপিনেতা মো. নাসিরুল হক সাবু, জামায়াতে ইসলামীর মোহাম্মদ হারুন-অর-রশিদ, জাতীয় পার্টির মো. সফিউল আজম খান, গণঅধিকার পরিষদের জাহিদ শেখ, এনসিপির জামিল হিজাজী ও খেলাফত মজলিসের কাজী মিনহাজুল আলম।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন—ইসলামী আন্দোলনের মোহা. আব্দুল মালেক, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ কুতুব উদ্দিন, সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আব্দুল মালেক মন্ডল, স্বতন্ত্র প্রার্থী ও বিএনপিনেতা মো. মুজাহিদুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী সোহেল মোল্লা।

মো. কবির হোসেন, রাজবাড়ী