রাতের আঁধারে বালু ফেলে চিংড়ি ঘের ভরাট, প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ

মোংলার জয়মনি ও কাটাখালী এলাকায় রাতের আঁধারে ড্রেজিংয়ের বালু ফেলে বেশ কয়েকটি চিংড়ি ঘের ভরাটের অভিযোগ উঠেছে একটি কোম্পানির বিরুদ্ধে। ক্ষতিগ্রস্ত চিংড়ি চাষীরা আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মোংলা থানায় লিখিত অভিযোগ করেছেন।
ক্ষতিগ্রস্ত চিংড়ি চাষী শ্যামল অধিকারী, বিপুল মন্ডল, বিধান মন্ডল, আ. জববার বেপারী, আবুল কালাম হাওলাদার, আবুল তালুকদার, লালমন বিবি ও আব্দুল মান্নান তালুকদার লিখিত অভিযোগে জানান, এ জেড নামের একটি ড্রেজিং কোম্পানি রাতের আঁধারে তাদের চিংড়ি ঘেরের জমিতে বালু ফেলে ভরাট করে দিয়েছে। এতে তাদের কয়েক লাখ টাকার মাছ নষ্ট হয়েছে। তারা আরও জানান, বালু ফেলতে বাধা দেওয়া হলেও কোম্পানিটি তা শোনেনি। ক্ষতিগ্রস্তরা এখন বালু ফেলা বন্ধ এবং ক্ষতিপূরণ পাওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
ক্ষতিগ্রস্তদের একজন বিধান মন্ডল বলেন, কোনো কিছু না জানিয়ে রাতের আঁধারে মাছের ঘের ভরাট করে দেওয়ায় আমার তিন লাখ টাকার মাছ মরে গেছে। একটি এনজিও থেকে ঋণ নিয়ে মাছ চাষ করছিলাম, এখন আমি নিঃস্ব হয়ে গেলাম।
এ জেড ড্রেজিং কোম্পানির স্থানীয় প্রতিনিধি আফসার উদ্দিন এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না ঘটে, সেজন্য ঘটনাস্থলে পুলিশের নজরদারি রয়েছে।
ক্ষতিগ্রস্তদের অভিযোগের পর বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, বেশ কয়েকটি মাছের ঘের বালু দিয়ে ভরাট করা হয়েছে। ড্রেজিংয়ের বালু পার্শ্ববর্তী কৃষি জমিতেও ছড়িয়ে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, এসব জমি বিক্রির বাণিজ্যিক উদ্দেশে ভরাট করা হচ্ছে। এভাবে চলতে থাকলে এলাকায় ফসল উৎপাদন সম্ভব হবে না।