শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের গদিঘাট গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. লিখন (১৭) নামে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। নিহত লিখন গদিঘাট গ্রামের মো. রমজান আলীর ছেলে এবং সে সরকারি শ্রীনগর কলেজের বাণিজ্য বিভাগের একাদশ শ্রেণির ছাত্র ছিল।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে লিখন তার বাবার সঙ্গে গাছের ডাল কেটে ট্রলারযোগে বাড়িতে ফিরছিল। ট্রলারটি গাদিঘাট গ্রামে পৌঁছালে রাস্তার ওপর ঝুলে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয় লিখন। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সঙ্গে সঙ্গেই সে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
গাদিঘাট দাখিল মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি মাওলানা ওমর ফারুক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার এমন মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, এমন কোনো ঘটনার খবর আমি পাইনি। তবে এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।