জামায়াত ক্ষমতায় এলে কেউ অপরাধ করার সাহস পাবে না : সেলিম উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, দুর্নীতি আমাদের দেশের বড় সমস্যাগুলোর একটি। তাই সবার আগে দেশকে দুর্নীতি, চাঁদাবাজি ও লুটপাটমুক্ত করতে হবে। জনগণ জামায়াতকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠালে আমরা এমন এক ইনসাফপূর্ণ সমাজ কায়েম করবো সে সমাজে কেউ অপরাধ করার সাহস পাবে না।
আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) বাড্ডা-রামপুরা জোন জামায়াত আয়োজিত এক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সেলিম উদ্দিন এসব কথা বলেন।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লার সভাপতিত্বে ও বাড্ডা উত্তর থানা জামায়াতের আমির মাওলানা কুতুব উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা-১১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান ।
সেলিম উদ্দিন বলেন, রুকনিয়াত কোনো পদ-পদবী নয় বরং এটি একটি মানের নাম। আমরা রুকনিয়াতের শপথের মাধ্যমে সমাজে সার্বিক শান্তি, রাষ্ট্রের সর্বস্তরে ইনসাফ ও গণ-মানুষের অধিকার প্রতিষ্ঠাসহ দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয় গ্রহণ করি। আর এ প্রত্যয় গ্রহণের মাধ্যমেই নিজের আমিত্বকে পরিহার করে নিজেদের সকল কিছুকে আল্লাহর রাহে ও মানুষের কল্যাণে নিজেকে সোপর্দ করি। তাই শপথ গ্রহণের পর আর আমার বলতে কিছু থাকে না। সবকিছু দ্বীন ও মানুষের কল্যাণে নিবেদিত হয়। তিনি জুলাই সনদের প্রাসঙ্গিকতার কথা উল্লেখ করে বলেন, জুলাই সনদ ২০২৪ বিপ্লবের রক্ষাকবচ। তাই এ সনদকে কথামালার ফুলঝুড়ির মধ্যে সীমাবদ্ধ না রেখে আইনি ভিত্তি এবং সে সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে।
সেলিম উদ্দিন বলেন, জুলাই বিপ্লব আমাদেরকে শেখ হাসিনার স্বৈরাচারী, ফ্যাসিবাদী ও মাফিয়া-তান্ত্রিক অপশাসন- দুঃশাসন থেকে মুক্তি দিয়েছে। মূলত, এটি আমাদের দ্বিতীয় স্বাধীনতা। তাই আমাদের এ বিপ্লবের চেতনাকে ধারণ করেই আগামী দিনের কর্মপন্থা গ্রহণ করতে হবে।